প্রিন্ট ভিউ

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১০ নং আইন )

এই অাইনটি স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

প্রথম পরিচ্ছেদ

কপোরের্শন গঠন

সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা
৩৷ (১) এই আইন বলবত্ হইবার পর এই আইনের বিধান মোতাবেক সিলেট মহানগরে সিলেট সিটি কর্পোরেশন নামে একটি সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হইবে৷
 
 
 
 
(২) সিলেট সিটি কর্পোরেশন এলাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৯ এর উদ্দেশ্য পূরণকল্পে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হইবে৷
 
 
(৩) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷
কর্পোরেশন গঠন
৪৷ (১) কর্পোরেশন নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) মেয়র;
 
 
 
 
1[* * *]
 
 
 
 
(গ) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত সংখ্যক কমিশনার; এবং
 
 
 
 
(ঘ) উপ-ধারা (৩) অনুযায়ী কেবল মহিলাদের জন্য সংরক্ষিত নির্ধারিত সংখ্যক কমিশনার৷
 
 
 
 
(২) মেয়র 2[* * *] কমিশনারগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই আইন ও বিধি অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হইবেন৷
 
 
 
 
(৩) উপ-ধারা (১) এর দফা 3[(গ)] এর অধীন নির্ধারিত সংখ্যক কমিশনারের এক-তৃতীয়াংশের সমসংখ্যক আসন, অতঃপর সংরক্ষিত আসন বলিয়া উল্লিখিত, মহিলাদের জন্য সংরক্ষিত থাকিবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার কোন কিছুই এই ধারার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না৷
 
 
 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারার অধীন সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে, যদি উক্ত সংখ্যার ভগ্নাংশ থাকে এবং উক্ত ভগ্নাংশ অর্ধেক বা তদূর্ধ হয়, তবে উহাকে পূর্ণ সংখ্যা বলিয়া গণ্য করিতে হইবে এবং যদি উক্ত ভগ্নাংশ অর্ধেক এর কম হয়, তবে উহাকে উপেক্ষা করিতে হইবে৷
 
 
 
 
(৪) মেয়র 4[* * *] কর্পোরেশনের কমিশনার বলিয়া গণ্য হইবেন৷
কর্পোরেশনের মেয়াদ
৫৷ (১) কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বত্সর হইবে:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও, উহা পুনর্গঠিত কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে৷
 
 
 
 
(২) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশনের সাধারণ আসনের শতকরা পঁচাত্তর ভাগের নির্বাচন অনুষ্ঠিত হইলে এবং নির্বাচিত কমিশনারগণের নাম সরকারী গেজেটে প্রকাশিত হইলে, কর্পোরেশন, এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, যথাযথভাবে গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷
 
 
 
 
ব্যাখ্যা৷-এই উপ-ধারার অধীন শতকরা পঁচাত্তর ভাগ গণনায় ভগ্নাংশের ক্ষেত্রে, শতকরা দশমিক পাঁচ শূন্যের কম ভগ্নাংশ হিসাবে নেওয়া হইবে না এবং শতকরা দশমিক পাঁচ শূন্য বা উহার বেশী ভগ্নাংশকে একক সংখ্যা ধরা হইবে৷
 
 
 
 
(৩) মেয়র 5[* * *] ও অন্যান্য কমিশনারগণের শপথ গ্রহণের ত্রিশ দিনের মধ্যে, অথবা কর্পোরেশন পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণের ত্রিশ দিনের মধ্যে যাহা পরে হয়, কর্পোরেশন উহার প্রথম সভা অনুষ্ঠান করিবে৷
মেয়র 6[* * * ] ও কমিশনারগণের শপথ
৬৷ মেয়র 7[* * *] বা কোন কমিশনার পদে নির্বাচিত ব্যক্তি তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে নিম্নলিখিত ফরমে সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তির সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিবেন, যথা:-
 
 
 
 
8[আমি, ..............................,] সিলেট সিটি কর্পোরেশনে মেয়র/ 9[* * *] কমিশনার নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ 10[* * *] করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব৷”
সম্পত্তি সম্পর্কিত ঘোষণা
৭৷ মেয়র 11[* * *] এবং প্রত্যেক কমিশনার তাঁহার দায়িত্বভার গ্রহণের পূর্বে তাঁহার এবং তাঁহার পরিবারের কোন সদস্যের স্বত্ব, দখল বা স্বার্থ আছে এই প্রকার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির একটি লিখিত বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও নির্ধারিত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন৷
 
 
 
 
ব্যাখ্যা৷-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে পরিবারের সদস্য বলিতে মেয়র 12[* * *] বা সংশ্লিষ্ট কমিশনারের স্বামী বা স্ত্রী, এবং তাঁহার সঙ্গে বসবাসকারী ও তাঁহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাঁহার ছেলেমেয়ে, পিতা-মাতা ও ভাইবোনকে বুঝাইবে৷
মেয়র 13[* * * ] এবং কমিশনারের যোগ্যতা ও অযোগ্যতা
৮৷ (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে ও তাঁহার বয়স পঁচিশ বত্সর হইলে এবং তাঁহার নাম কর্পোরেশনের কোন ওয়ার্ডের ভোটার তালিকায় লিপিবদ্ধ থাকিলে উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে মেয়র 14[* * *] বা কমিশনার নির্বাচিত হইবার এবং উক্তরূপ মেয়র 15[* * *] বা কমিশনার থাকিবার যোগ্য হইবেন৷
 
 
 
 
(২) কোন ব্যক্তি মেয়র 16[* * *] বা কমিশনার নির্বাচিত হইবার এবং উক্তরূপ মেয়র 17[* * *] বা কমিশনার থাকিবার যোগ্য হইবেন না, যদি-
 
 
 
 
(ক) তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন বা হারান;
 
 
 
 
(খ) তাঁহাকে কোন আদালত অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;
 
 
 
 
(গ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন;
 
 
 
 
(ঘ) তিনি দুর্নীতি বা নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বত্সর কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বত্সর অতিবাহিত না হইয়া থাকে; অথবা
 
 
(ঙ) তিনি প্রজাতন্ত্রের বা কর্পোরেশনের অথবা অন্য কোন স্থানীয় কর্তৃপক্ষের কর্মে লাভজনক সার্বক্ষণিক কোন পদে অধিষ্ঠিত থাকেন; অথবা
 
 
 
 
(চ) তিনি কর্পোরেশনের কোন কাজ সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন, অথবা কর্পোরেশনের কোন বিষয়ে তাঁহার কোনরূপ আর্থিক স্বার্থ থাকে অথবা, তিনি কর্পোরেশন এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকানদার হন; অথবা
 
 
 
 
(ছ) তাহার নিকট এই আইনের অধীনে আরোপিত কর, রেট, সেস, টোল অথবা ফি কিংবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে গৃহীত কোন ঋণ মেয়াদ উত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকে৷
 
 
 
 
ব্যাখ্যা৷- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে-
 
 
 
 
(অ) “ব্যাংক” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৫(ণ) তে সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানী;
 
 
 
 
(আ) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২(খ) তে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান;
 
 
 
 
18[* * *] অথবা
 
 
 
 
(ঝ) তিনি প্রজাতন্ত্রের বা কোন স্থানীয় কর্তৃপক্ষের কোন পদ হইতে নৈতিক স্খলনজনিত অসদাচরণের দায়ে বরখাস্ত হন এবং তাঁহার বরখাস্তের তারিখ হইতে যদি পাঁচ বত্সর অতিক্রান্ত না হইয়া থাকে৷
একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ
৯৷ (১) কোন ব্যক্তি একই সঙ্গে মেয়র 19[* * *] এবং কমিশনার পদের কিংবা একের অধিক কমিশনার পদের জন্য নির্বাচন প্রার্থী হইতে পারিবেন না এবং যদি কোন ব্যক্তি এইরূপ পদের জন্য নির্বাচন প্রার্থী হন, তাহা হইলে তাহার উভয় মনোনয়ন পত্র বাতিল হইয়া যাইবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও কর্পোরেশনের চলতি মেয়াদ অব্যাহত থাকার সময়ে মেয়র 20[* * *] এর পদ শূন্য হইলে কোন কমিশনার মেয়র
 
 
21[* * *] নির্বাচনের জন্য প্রার্থী হইতে পারিবেন এবং তিনি মেয়র 22[* * *] নির্বাচিত হইলে মেয়র 23[* * *] হিসাবে তিনি যে তারিখ শপথ গ্রহণ করিবেন সেই তারিখে তাঁহার কমিশনারের পদ শূন্য হইয়া যাইবে৷
মেয়র 24[ * * * ] ও কমিশনারগণের পদ ত্যাগ
১০৷ (১) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে মেয়র 25[* * *] স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷
 
 
 
 
(২) কোন কমিশনার মেয়রের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) প্রাপক যে তারিখে পদ ত্যাগ পত্র পাইবেন সেই তারিখ হইতে পদ ত্যাগ কার্যকর হইবে৷
মেয়র 26[* * *] এবং কমিশনারগণের অপসারণ
১১৷ (১) মেয়র 27[* * *] বা কোন কমিশনার তাঁহার স্বীয় পদ হইতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি-
 
 
 
 
(ক) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে কর্পোরেশনের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; অথবা
 
 
 
 
(খ) কর্পোরেশন বা রাষ্ট্রের স্বার্থ হানিকর কোন কাজে জড়িত থাকেন; অথবা
 
 
 
 
(গ) অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন; অথবা
 
 
 
 
(ঘ) তাঁহার দায়িত্ব পালন করিতে অস্বীকার করেন; অথবা
 
 
 
 
(ঙ) শারীরিক বা মানসিক অসামর্থের কারণে তাঁহার দায়িত্ব পালনে অক্ষম হন;
 
 
(চ) অসদাচরণ অথবা কর্পোরেশনের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতিসাধন বা উহা আত্মাসাতের বা অপপ্রয়োগের জন্য দায়ী হন৷
 
 
 
 
ব্যাখ্যা৷- (ক) এই উপ-ধারায়, “অসদাচরণ” বলিতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ইচ্ছাকৃত কু-শাসন বুঝাইবে৷
 
 
 
 
(২) সরকার, সরকারী গেজেটে আদেশ দ্বারা, উপ-ধারা (১) এ বর্ণিত কারণে মেয়র 28[* * *] বা কোন কমিশনারকে অপসারণ করিতে পারিবেন৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) এর অধীন অপসারণের ক্ষেত্রে কারণ দর্শাইবার জন্য সুযোগ দান না করিয়া প্রয়োজনানুরূপ তদন্ত ব্যতিরেকে উপ-ধারা (১)-এ উল্লিখিত কোন কারণে অপসারণ করা যাইবে না:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর দফা (গ)-এ বর্ণিত কারণে অপসারণের ক্ষেত্রে কোনরূপ তদন্ত অনুষ্ঠানের প্রয়োজন হইবে না৷
 
 
 
 
(৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি কর্পোরেশনের কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য মেয়র 29[* * *] বা কমিশনার কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন না৷
মেয়র 30[* * * ] ও কমিশনার পদ শূন্য হওয়া
১২৷ মেয়র 31[* * *] ও কমিশনারের পদ শূন্য হইবে, যদি-
 
 
 
 
(ক) তিনি ধারা ৮(২) এর অধীন মেয়র 32[* * *] বা কমিশনার হইবার অযোগ্য হইয়া পড়েন;
 
 
 
 
(খ) তিনি ধারা ৬ এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন এবং যদি যুক্তিসঙ্গত কারণে সরকার কর্তৃক উক্ত নির্ধারিত সময়-সীমা বর্ধিত করা না হয়;
 
 
 
 
(গ) তিনি ধারা ১০ এর অধীনে পদত্যাগ করেন; অথবা
 
 
 
 
(ঘ) তিনি ধারা ১১ এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; অথবা
 
 
 
 
(ঙ) তিনি মৃত্যুবরণ করেন৷
আকস্মিক পদ শূন্যতা
১৩৷ কর্পোরেশনের মেয়াদ শেষ হইবার একশত আশি দিন পূর্বে মেয়র 33[* * *] বা কোন কমিশনারের পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে ইহা পূরণ করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত হইবেন তিনি কর্পোরেশনের অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন৷
34[* * * ] মেয়রের ছুটি
১৪৷ অসুস্থতা বা অন্যবিধ কারণে কর্পোরেশন 35[* * *] মেয়রকে বত্সরে সর্বোচ্চ তিন মাস ছুটি মঞ্জুর করিতে পারিবে৷
কমিশনারগণের ভাতা
১৫৷ প্রত্যেক কমিশনার কর্পোরেশন বা উহার স্থায়ী কমিটি বা অন্য কোন কমিটির সভায় যোগদানের জন্য কর্পোরেশন কর্তৃক সরকারের পূর্বানুমোদনক্রমে নির্ধারিত হারে মাসিক ভাতা পাইবার অধিকারী হইবেন৷
36[ ** * ] মেয়রের সম্মানী ও অন্যান্য সুবিধা
১৬৷ 37[* * *] মেয়র কর্পোরেশন হইতে সরকার কর্তৃক নির্ধারিত হারে সম্মানী ও অন্যান্য সুবিধাদি পাইবার অধিকারী হইবেন৷
মেয়র 38[* * * ] ও কমিশনারগণের রেকর্ডপত্র দেখিবার অধিকার
১৭৷ (১) মেয়র 39[* * *] কর্পোরেশনের রেকর্ডপত্র দেখিতে পারিবেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা কর্পোরেশনের অন্য কোন কর্মকর্তার নিকট হইতে কর্পোরেশন সম্পর্কিত যে কোন বিষয়ে রিপোর্ট চাহিতে পারিবেন৷
 
 
 
 
(২) কোন কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তাকে যথাযথ নোটিশ প্রদান করিয়া অফিস চলাকালীন সময়ে কর্পোরেশনের রেকর্ডপত্র দেখিতে পারিবেন:
 
 
 
 
তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাহী কর্মকর্তা মত পোষণ করেন যে, কোন বিশেষ ক্ষেত্রে অনুরূপ অধিকার প্রয়োগ করিতে দেওয়া উচিত হইবে না, তাহা হইলে তিনি বিষয়টি মেয়রের নিকট পেশ করিবেন এবং তত্সম্পর্কে মেয়রের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷
40[ * * *] কমিশনার কর্তৃক মেয়রের দায়িত্ব পালন
১৮৷ (১) অনুপস্থিতি কিংবা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হইলে, তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, 41[তত্কর্তৃক] লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কমিশনার মেয়রের দায়িত্ব পালন করিবেন৷
 
 
 
 
(২) পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হইলে, শূন্য পদে নবনির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত 42[, সরকার কর্তৃক মনোনীত কোন কমিশনার] মেয়র হিসাবে দায়িত্ব পালন করিবেন৷
গেজেট নোটিফিকেশন
১৯৷ মেয়র 43[* * *] বা কোন কমিশনারের নির্বাচন, পদত্যাগ, অপসারণ বা কোন পদশূন্যতা নির্বাচন কমিশন, সরকারী গেজেটে প্রকাশ করিবে৷
 
 
 
 

  • 1
    দফা ( খ) সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৩ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 2
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৩ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 3
    “(গ)” বন্ধনী ও অক্ষরটি “(খ)” বন্ধনী ও অক্ষরটির পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৩ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
  • 4
    “ও ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৩ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 5
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৪ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 6
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 7
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 8
    “আমি, ..............................,” শব্দ, কমাগুলি ও চিহ্নটি “আমি .............................., পিতা ও মাতা বা স্বামী ..................................” শব্দগুলি, কমাগুলি ও চিহ্নটির পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
  • 9
    “ডেপুটি মেয়র/” শব্দগুলি ও চিহ্নটি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 10
    “বা দৃঢ়ভাবে ঘোষণা” শব্দগুলি সলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 11
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৬ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 12
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৬ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 13
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 14
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 15
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 16
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 17
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 18
    জ) প্যারাটি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 19
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 20
    “বা ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 21
    “বা ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 22
    “বা ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 23
    “বা ডেপুটি মেয়র” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৮ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 24
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৯ ধারা কর্তৃক বিলুপ্ত
  • 25
    “ও ডেপুটি মেয়র ” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৯ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 26
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 27
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত |
  • 28
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 29
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১০ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 30
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 31
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 32
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১১ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 33
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১২ ধারা কর্তৃক বিলুপ্ত|
  • 34
    ”মেয়র ও ডেপুটি ” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৩ ধারা কর্তৃক বিলুপ্ত৷|
  • 35
    ”মেয়র ও ডেপুটি ” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৩ ধারা কর্তৃক বিলুপ্ত৷|
  • 36
    ” মেয়র ও ডেপুটি ” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৪ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 37
    ” মেয়র ও ডেপুটি ” শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৪ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 38
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 39
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 40
    ” ডেপুটি মেয়র , ” শব্দগুলি ও কমা সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৬ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 41
    ”তত্কর্তৃক” শব্দটি ”ডেপুটি মেয়র এবং কোন ক্ষেত্রে উভয়ই দায়িত্ব পালনে অপারগ হইলে মেয়র কর্তৃক ” শব্দগুলির পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৬ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
  • 42
    ”, সরকার কর্তৃক মনোনীত কোন কমিশনার ” কমা ও শব্দগুলি ”ডেপুটি মেয়র , ” শব্দগুলি ও কমার পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৬ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
  • 43
    ”, ডেপুটি মেয়র ” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ১৭ ধারা কর্তৃক বিলুপ্ত৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs