প্রিন্ট ভিউ

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১০ নং আইন )

এই অাইনটি স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

সংক্ষিপ্ত শিরোনামা
১৷ এই আইন সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “ইমারত” অর্থে কোন দোকান, বাড়ী-ঘর, কুঁড়ে ঘর, বহির্বাটি, আস্তাবল অথবা ঘেরা বা আচ্ছাদন-সংযুক্ত যে কোন স্থানকে বুঝাইবে;
 
 
 
 
(খ) “ওয়ার্ড” অর্থ ধারা ২০ এবং ২৩ এর অধীনে বিভক্ত ওয়ার্ড;
 
 
 
 
(গ) “কর্পোরেশন” অর্থ সিলেট সিটি কর্পোরেশন;
 
 
 
 
(ঘ) “কমিশনার” অর্থ কর্পোরেশনের কমিশনার;
 
 
 
 
(ঙ) “জনপথ” অর্থে সর্বসাধারণের ব্যবহার্য পথ, রাস্তা ও সড়ককেও বুঝাইবে;
 
 
 
 
(চ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত কোন তফসিল;
 
 
 
 
(ছ) “নির্ধারিত” অর্থ এই আইনের বিধি দ্বারা নির্ধারিত;
 
 
 
 
(জ) “নির্বাচন আপীল ট্রাইব্যুনাল” অর্থ ধারা ৩১ এর অধীনে গঠিত নির্বাচন আপীল ট্রাইব্যুনাল;
 
 
 
 
(ঝ) “নির্বাচন কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন;
 
 
(ঞ) “নির্বাচন ট্রাইব্যুনাল” অর্থ ধারা ৩১ এর অধীন গঠিত নির্বাচন ট্রাইব্যুনাল;
 
 
 
 
(ট) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা;
 
 
 
 
(ঠ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীনে প্রণীত প্রবিধান;
 
 
 
 
1[* * *]
 
 
 
 
(ঢ) “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি;
 
 
 
 
(ণ) “মেয়র” অর্থ কর্পোরেশনের মেয়র;
 
 
 
 
(ত) “সংরক্ষিত আসন” অর্থ এই আইনের ধারা ৪ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত সংরক্ষিত আসন;
 
 
 
 
(থ) “সাধারণ আসন” অর্থ সংরক্ষিত আসন ব্যতীত ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা 2[(গ)] এ উল্লিখিত আসন;
 
 
 
 
(দ) “সিলেট মহানগর” বা “মহানগর” অর্থ প্রথম তফসিলে বর্ণিত এলাকা;
 
 
 
 
(ধ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থে জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদকেও বুঝাইবে৷
 
 
 
 

  • 1
    দফা ( ড) সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ২ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 2
    “(গ)” বন্ধনী ও অক্ষরটি “(খ)” বন্ধনী ও অক্ষরটির পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ২ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs