প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১০ নং আইন )

প্রথম পরিচ্ছেদ

কপোরের্শন গঠন

মেয়র 1[* * * ] ও কমিশনারগণের শপথ
৬৷ মেয়র 2[* * *] বা কোন কমিশনার পদে নির্বাচিত ব্যক্তি তাঁহার কার্যভার গ্রহণের পূর্বে নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে নিম্নলিখিত ফরমে সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তির সম্মুখে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন এবং শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিবেন, যথা:-
 
 
 
 
3[আমি, ..............................,] সিলেট সিটি কর্পোরেশনে মেয়র/ 4[* * *] কমিশনার নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ 5[* * *] করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব৷”

  • 1
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 2
    “,ডেপুটি মেয়র” কমা ও শব্দগুলি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 3
    “আমি, ..............................,” শব্দ, কমাগুলি ও চিহ্নটি “আমি .............................., পিতা ও মাতা বা স্বামী ..................................” শব্দগুলি, কমাগুলি ও চিহ্নটির পরিবর্তে সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক প্রতিস্থাপিত৷
  • 4
    “ডেপুটি মেয়র/” শব্দগুলি ও চিহ্নটি সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
  • 5
    “বা দৃঢ়ভাবে ঘোষণা” শব্দগুলি সলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ৫ ধারা কর্তৃক বিলুপ্ত৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs