প্রথম পরিচ্ছেদ
কপোরের্শন গঠন
একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ
৯৷ (১) কোন ব্যক্তি একই সঙ্গে মেয়র [* * *] এবং কমিশনার পদের কিংবা একের অধিক কমিশনার পদের জন্য নির্বাচন প্রার্থী হইতে পারিবেন না এবং যদি কোন ব্যক্তি এইরূপ পদের জন্য নির্বাচন প্রার্থী হন, তাহা হইলে তাহার উভয় মনোনয়ন পত্র বাতিল হইয়া যাইবে৷
(২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও কর্পোরেশনের চলতি মেয়াদ অব্যাহত থাকার সময়ে মেয়র [* * *] এর পদ শূন্য হইলে কোন কমিশনার মেয়র
[* * *] নির্বাচনের জন্য প্রার্থী হইতে পারিবেন এবং তিনি মেয়র [* * *] নির্বাচিত হইলে মেয়র [* * *] হিসাবে তিনি যে তারিখ শপথ গ্রহণ করিবেন সেই তারিখে তাঁহার কমিশনারের পদ শূন্য হইয়া যাইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs