প্রথম পরিচ্ছেদ
কপোরের্শন গঠন
মেয়র [* * * ] ও কমিশনার পদ শূন্য হওয়া
১২৷ মেয়র [* * *] ও কমিশনারের পদ শূন্য হইবে, যদি-
(ক) তিনি ধারা ৮(২) এর অধীন মেয়র [* * *] বা কমিশনার হইবার অযোগ্য হইয়া পড়েন;
(খ) তিনি ধারা ৬ এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ব্যর্থ হন এবং যদি যুক্তিসঙ্গত কারণে সরকার কর্তৃক উক্ত নির্ধারিত সময়-সীমা বর্ধিত করা না হয়;
(গ) তিনি ধারা ১০ এর অধীনে পদত্যাগ করেন; অথবা
(ঘ) তিনি ধারা ১১ এর অধীনে তাহার পদ হইতে অপসারিত হন; অথবা
(ঙ) তিনি মৃত্যুবরণ করেন৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs