প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১০ নং আইন )

পঞ্চম পরিচ্ছেদ

নির্বাহী ক্ষমতা

কার্যাবলী ও কার্যধারা বৈধকরণ
৪৮৷ (১) এই আইনের অধীনে কৃত কোন কার্য, বা গৃহীত কোন কার্যধারা সম্পর্কে কেবলমাত্র-
 
 
 
 
(ক) কর্পোরেশন বা উহার কোন কমিটিতে কোন পদ শূন্যতার কারণে কিংবা উহার গঠনে কোন ত্রুটি থাকার কারণে; অথবা
 
 
 
 
(খ) কোন মামুলি ত্রুটি বা অনিয়মের কারণে-
 
 
 
 
কোন প্রশ্ন উত্থাপন করা চলিবে না৷
 
 
 
 
(২) কর্পোরেশন অথবা উহার কোন কমিটির সভার কার্যবিবরণী যথাযথভাবে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হইলে উহার সভা যথাযথভাবে আহ্বান করা হইয়াছে এবং পরিচালিত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs