প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১

( ২০০১ সনের ১০ নং আইন )

প্রথম পরিচ্ছেদ

জনস্বাস্থ্য

চিকিত্সা-সাহায্য, ইত্যাদি
৯২৷ কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:-
 
 
 
 
(ক) প্রাথমিক চিকিত্সা কেন্দ্র স্থাপন ও পরিচালনা;
 
 
 
 
(খ) ভ্রাম্যমান চিকিত্সা সাহায্য ইউনিটের স্থাপন ও পরিচালনা;
 
 
 
 
(গ) চিকিত্সা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উত্সাহদান;
 
 
 
 
(ঘ) চিকিত্সা বিদ্যার উন্নয়ন;
 
 
 
 
(ঙ) চিকিত্সা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান; এবং
 
 
 
 
(চ) স্কুল ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা৷
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs