পঞ্চম পরিচ্ছেদ
শহর পরিকল্পনা
জমির উন্নয়ন প্রকল্প
১১৬৷ (১) ধারা ১১৫ এর অধীনে প্রণীত কোন মহাপরিকল্পনা সরকার কর্তৃক অনুমোদিত হইলে, অনুমোদিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত কোন এলাকায় কোন জমির মালিক উক্ত এলাকার জন্য বিধি অনুযায়ী প্রণীত জমি উন্নয়ন প্রকল্পের সহিত অসামঞ্জস্য হয় এইভাবে মহাপরিকল্পনায় নির্ধারিত পরিমাণের অধিক কোন জমির উন্নয়ন সাধন বা উহাতে কোন ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে পারিবে না৷
(২) কোন জমি উন্নয়ন পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়াদির বিধান থাকিবে, যথা-
(ক) কোন এলাকাকে বিভিন্ন প্লটে বিভক্তকরণ;
(খ) রাস্তা, নর্দমা ও খালি জায়গার ব্যবস্থাকরণ;
(গ) জনসাধারণের ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কর্পোরেশনকে হস্তান্তরিত হইবে এইরূপ জমি;
(ঘ) কোন্ জমি কর্পোরেশন অধিগ্রহণ করিবে;
(ঙ) প্লটসমূহের মূল্য;
(চ) কোন স্থানের মালিকের খরচে সম্পাদনীয় কার্য; এবং
(ছ) এলাকার উন্নতিসাধনের জন্য প্রয়োজনীয় সময়৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs