প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১

( ২০০১ সনের ১২ নং আইন )

প্রতিবন্ধীর সংজ্ঞা ও প্রতিবন্ধী চিহ্নিতকরণ
৩৷ (১) “প্রতিবন্ধী” অর্থ এমন ব্যক্তি যিনি-
 
 
 
 
(ক) জন্মগতভাবে, বা রোগাক্রান্ত হইয়া, বা দুর্ঘটনায় আহত হইয়া, বা অপচিকিত্সায়, বা অন্য কোন কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানষিকভাবে ভারসাম্যহীন; এবং
 
 
(খ) উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে-
 
 
 
 
(অ) স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন; এবং
 
 
 
 
(আ) স্বাভাবিক জীবনযাপনে অক্ষম৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এ বর্ণিত সংজ্ঞার আওতায় নিম্্নবর্ণিত যে কোন প্রতিবন্ধীও অন্তর্ভুক্ত-
 
 
 
 
(ক) দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাত্ যাহার-
 
 
 
 
(অ) এক চোখের দৃষ্টি শক্তি নাই; বা
 
 
 
 
(আ) উভয় চোখের দৃষ্টি শক্তি নাই; বা
 
 
 
 
(ই) ভিজুয়েল এ্যকুইটি, যথাযথ লেন্স ব্যবহার করা সত্ত্বেও, ৬/৬০ অথবা ২০/২০০ (লেন্সের পদ্ধতি) অতিক্রম করে না; বা
 
 
 
 
(ঈ) দৃষ্টিসীমা (field of vision) ২০ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণের মধ্যে সীমাবদ্ধ থাকে;
 
 
 
 
(খ) শারীরিক প্রতিবন্ধী, অর্থাত্ যাহার-
 
 
 
 
(অ) একটি বা উভয় হাত নাই; বা
 
 
 
 
(আ) কোন হাত পূর্ণ বা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা এইরূপ দুর্বল যে, উপ-ধারা (১) এর (ক) ও (খ) দফায় বর্ণিত অবস্থা তাহার ক্ষেত্রে প্রযোজ্য; বা
 
 
 
 
(ই) একটি বা উভয় পা নাই; বা
 
 
 
 
(ঈ) কোন পা পূর্ণ বা আংশিকভাবে অবশ বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা এইরূপ দুর্বল যে, উপ-ধারা (১) এর (ক) ও (খ) দফায় বর্ণিত অবস্থা তাহার ক্ষেত্রে প্রযোজ্য; বা
 
 
 
 
(উ) শারীরিক গঠন বিকৃত বা অস্বাভাবিক; বা
 
 
 
 
(ঊ) স্্নায়ুবিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য নাই;
 
 
 
 
(গ) শ্রবণ প্রতিবন্ধী, অর্থাত্ যাহার অপেক্ষাকৃত সুস্থ কানের শ্রবণ ক্ষমতা, সাধারণ কথোপকথন শ্রবণের ক্ষেত্রে, ৪০ ডেসিবল (ধ্বনির একক) বা ততধিক মাত্রায় নষ্ট, ক্ষতিগ্রস্ত বা অকার্যকর;
 
 
 
 
(ঘ) বাক প্রতিবন্ধী, অর্থাত্ যাহার স্বাভাবিক অর্থবোধক ধ্বনি উচ্চারণ করার ক্ষমতা সম্পূর্ণ বা আংশিকভাবে বিনষ্ট বা অকার্যকর;
 
 
 
 
(ঙ) মানসিক প্রতিবন্ধী, অর্থাত্ যাহার-
 
 
 
 
(অ) বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক বুদ্ধির পূর্ণতা ঘটে নাই বা যাহার বুদ্ধাংক স্বাভাবিক মাত্রা অপেক্ষা কম; বা
 
 
(আ) মানসিক ভারসাম্য নাই বা সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হইয়াছে;
 
 
 
 
(চ) বহু মাত্রিক প্রতিবন্ধী, অর্থাত্ যাহার উপরি-উল্লিখিত একাধিক প্রতিবন্ধিতা রহিয়াছে;
 
 
 
 
(ছ) সমন্বয় কমিটি কর্তৃক ঘোষিত অন্য কোন প্রতিবন্ধী৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs