প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১

( ২০০১ সনের ১২ নং আইন )

জেলা কমিটির গঠন, সদস্যদের অযোগ্যতা ইত্যাদি
১২৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিটি জেলায় একটি জেলা কমিটি থাকিবে, যাহা সংশ্লিষ্ট জেলার নামসহ জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটি নামে অভিহিত হইবে৷
 
 
 
 
(২) জেলা কমিটির সদস্য হইবেন নিম্্নবর্ণিত ব্যক্তিগণ, যথা:-
 
 
 
 
(ক) ডেপুটি কমিশনার, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সভাপতিও হইবেন;
 
 
 
 
(খ) জেলার সিভিল সার্জন, পদাধিকারবলে;
 
 
 
 
(গ) জেলায় কর্মরত প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বেসরকারী সংস্থা হইতে ডেপুটি কমিশনার কর্তৃক মনোনীত ২ (দুই) জন প্রতিনিধি;
 
 
 
 
(ঘ) জেলা শিক্ষা অফিসার; পদাধিকারবলে
 
 
 
 
(ঙ) জেলার নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত, পদাধিকারবলে;
 
 
(চ) জেলা গণসংযোগ অফিসার, পদাধিকারবলে;
 
 
 
 
(ছ) জেলা বাস মালিক সমিতির সভাপতি;
 
 
 
 
(জ) উপ-পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, পদাধিকারবলে, যিনি উক্ত কমিটির সচিবও হইবেন৷
 
 
 
 
(৩) উপ-ধারা (২) (গ) এর অধীন-
 
 
 
 
(ক) কোন ব্যক্তি সদস্য হিসাবে মনোনীত হওয়ার বা উক্ত পদে থাকিবার যোগ্য হইবেন না যদি তাহার ক্ষেত্রে ধারা ৫ এ বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়;
 
 
 
 
(খ) মনোনীত যে কোন সদস্যের মনোনয়ন বাতিলক্রমে ডেপুটি কমিশনার তাহার সদস্য পদের অবসান ঘটাইতে পারিবে;
 
 
 
 
(গ) মনোনীত যে কোন সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে তাহার সদস্যপদ ত্যাগ করিতে পারিবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs