বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১

( ২০০১ সনের ১৮ নং আইন )

৬৬৷ বেতার ও টেলিযোগাযোগের মাধ্যমে মিথ্যা বার্তা ইত্যাদি প্রেরণের দণ্ড

৬৬ক। টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে জাতীয় ঐক্য এবং সংহতির পরিপন্থী কার্যক্রম ইত্যাদি পরিচালনার দন্ড

৬৭৷ বেতার যোগাযোগ বা টেলিযোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টির দণ্ড

৬৮৷ কর্মচারী কর্তৃক টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি অপব্যবহারের দণ্ড

৬৯৷ অশ্লীল, অশোভন ইত্যাদি বার্তা প্রেরণের দণ্ড

৭০৷ টেলিফোনে বিরক্ত করার দণ্ড ইত্যাদি

৭১৷ টেলিফোনে আড়িপাতার দণ্ড

৭২৷ যন্ত্রপাতির ক্ষতিসাধন, অনুপ্রবেশ, অবৈধ অবস্থান, পরিচালন কার্যে বাধা দান ইত্যাদির দণ্ড

৭৩৷ অন্যান্য অপরাধ ও দণ্ড

৭৪৷ অপরাধ সংঘটনে সহায়তা, প্ররোচনা ইত্যাদির দণ্ড

৭৫৷ প্রবিধানে অপরাধ, দণ্ড, ক্ষতিপূরণ সম্পর্কিত বিধান

৭৬৷ কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

৭৭৷ অপরাধের বিচার।

৭৮৷ অপরাধের অনুসন্ধান, মামলা দায়ের এবং তদন্ত পদ্ধতি।

৭৯৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

৮০৷ মামলা পরিচালনা।

৮১৷ যন্ত্রপাতি ইত্যাদি বাজেয়াপ্তকরণ

৮২৷ আদায়কৃত প্রশাসনিক জরিমানা ও অর্থদণ্ডের নিষ্পত্তি

৮২ক। আপীল কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি

৮৩৷ বার্তার অবৈধ প্রকাশ সম্পর্কে দেওয়ানী মামলা ও অন্যান্য প্রতিকার লাভের অধিকার

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs