ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১

( ২০০১ সনের ১৯ নং আইন )

এই আইন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২ (২০১২ সনের ২৫নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

ঢাকায় যানবাহন ব্যবস্থার সমন্বয়ের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু ঢাকার যানবাহন ব্যবস্থার সমন্বয়ের উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ