প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১

( ২০০১ সনের ১৯ নং আইন )

বোর্ডের গঠন
৬৷ বোর্ড নিম্্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
 
 
(ক) ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, পদাধিকারবলে যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(খ) সড়ক ও রেলপথ মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পদাধিকারবলে যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;
 
 
 
 
(গ) সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য;
 
 
 
 
(ঘ) পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের বিভাগীয় প্রধান, পদাধিকারবলে;
 
 
 
 
(ঙ) সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, পদাধিকারবলে;
 
 
 
 
(চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, পদাধিকারবলে;
 
 
 
 
(ছ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(জ) ঢাকা বিভাগের কমিশনার, পদাধিকারবলে;
 
 
 
 
(ঝ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পদাধিকারবলে;
 
 
 
 
(ঞ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ঠ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ড) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; পদাধিকারবলে;
 
 
 
 
(ঢ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (স্থানীয় সরকার বিভাগ) কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পদাধিকারবলে;
 
 
 
 
(ণ) ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পদাধিকারবলে;
 
 
(ত) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পদাধিকারবলে;
 
 
 
 
(থ) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, পদাধিকারবলে;
 
 
 
 
(দ) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, পদাধিকারবলে;
 
 
 
 
(ধ) ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি, পদাধিকারবলে;
 
 
 
 
(ন) টঙ্গী পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(প) সাভার পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ফ) নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, পদাধিকারবলে;
 
 
 
 
(ব) বোর্ডের নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs