বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১

( ২০০১ সনের ২০ নং আইন )

স্থলপথে পণ্য আমদানী ও রপ্তানী সহজতর ও উন্নততর করার জন্য স্থলবন্দর প্রতিষ্ঠা এবং উহার পরিচালনা, ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু স্থলপথে পণ্য আমদানী ও রপ্তানী সহজতর ও উন্নততর করার জন্য স্থলবন্দর প্রতিষ্ঠা এবং উহার পরিচালনা, ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও সংরক্ষণ ও আনুষঙ্গকি বিষয়াদির জন্য স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ স্থল বন্দর ঘোষণা ও উহার সীমা নির্ধারণ

৪৷ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫৷ পরিচালনা ও প্রশাসন

৬৷ বোর্ড গঠন

৭৷ বোর্ডের সভা

৮৷ কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী

৯৷ অপারেটর

১০৷ কর ইত্যাদির তফসিল

১১৷ টোল ইত্যাদি মওকুফ ও আদায়

১২৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইত্যাদি

১৩৷ ক্ষমতা অর্পণ

১৪৷ কর্তৃপক্ষের তহবিল

১৫৷ তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারী তহবিলে জমা প্রদান

১৬৷ বাজেট

১৭৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৮৷ প্রতিবেদন

১৯৷ কর্তৃপক্ষের জন্য জমি হুকুমদখল বা অধিগ্রহণ

২০৷ জনসেবক

২১৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২২৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৩৷ অসুবিধা দূরীকরণ