প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০১

( ২০০১ সনের ৩০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

Customs Act. 1969 (IV of 1969) এর সংশোধন

Act IV of 1969 এর section 2 এর সংশোধন
২৷ Customs Act, 1969 (Act IV of 1969), অত:পর Customs Act বলিয়া উল্লিখিত, এর section 2 এর-
 
 
 
 
(ক) clause (a) এর “, freight forwarding agent and stevedore” শব্দগুলি ও কমার পরিবর্তে “and freight forwarding agent” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(খ) clause (b) এর পর নিম্নরূপ নূতন clause (bb) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
“(bb) “Bangladesh customs-waters” means the waters extending into the sea to a distance of twelve nautical miles measured from the appropriate base line on the coast of Bangladesh.”;
 
 
 
 
(গ) clause (ii) এর বিদ্যমান বিধান clause (iii) রূপে পুনঃসংখ্যায়িত হইবে এবং উক্ত রূপে পুনঃসংখ্যায়িত clause (iii) এর পূর্বে নিম্নরূপ নূতন sub-clause (ii) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(ii) “Customs computer system” means the customs computerized entry processing system established by the Board for the purposes of this Act;”;
 
 
 
 
(ঘ) clause (1) এর sub-clauses (iii) ও (iv) এর পরিবর্তে নিম্নরূপ sub-clause (iii), (iv) ও (v) প্রতিস্থাপিত হইবে; যথা:-
 
 
 
 
“(iii) baggage,
 
 
 
 
(iv) currency and negotiable instruments,
 
 
 
 
(v) electronic data”;
 
 
 
 
(ঙ) clause (p) বিলুপ্ত হইবে;
 
 
 
 
(চ) clause (qq) এর পর নিম্নরূপ নূতন clause (qqq) সন্নিবেশিত হইবে, যথা:-
 
 
 
 
“(qqq) “registered user”, in relation to a Customs computer system, means a user of that system and registered for the purposes of this Act.”৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs