দ্বিতীয় অধ্যায়
Customs Act. 1969 (IV of 1969) এর সংশোধন
Act IV of 1969 এর section 26 এর সংশোধন
১১৷ Customs Act এর section 26 এর sub-section (2) এর-
(ক) “when required” শব্দগুলির পরিবর্তে “when necessary” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) clause (a) এর শেষ প্রান্তস্থিত “and” বিলুপ্ত হইবে এবং অতঃপর clause (a) এর পর নিম্নরূপ নূতন clause (aa) সন্নিবেশিত হইবে, যথা:-
“(aa) transmit or send, by electronic or other means, the information contained in those documents, books or records, and;”৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs