প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০১

( ২০০১ সনের ৩০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

Customs Act. 1969 (IV of 1969) এর সংশোধন

Act IV of 1969 এর section 156 এর সংশোধন
৪১৷ Customs Act এর section 156 এর sub-section (1) এর TABLE এর-
 
 
 
 
(ক) ক্রমিক 11A এর বিপরীতে কলাম (2) বর্ণিত “fifty thousand” শব্দগুলির পরিবর্তে “one lac” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(খ) ক্রমিক 52 এর বিপরীতে কলাম (2) বর্ণিত “fifty thousand” শব্দগুলির পরিবর্তে “one lac” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
 
 
 
 
(গ) ক্রমিক 53 এর বিপরীতে কলাম (1) এ “and parcel thereof” শব্দগুলির পরিবর্তে “parcel thereof, or the records, accounts or documents, relating to such package or parcel, or refuses to answer questions put to him by an officer of customs,” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে এবং উক্ত কলামের বিপরীতে কলাম (2) এ “two thousand five hundred” শব্দগুলির পরিবর্তে “one lac” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs