প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০১

( ২০০১ সনের ৩০ নং আইন )

তৃতীয় অধ্যায়

Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984) এর সংশোধন

৪৭৷ Ordinance No. XXXVI of 1984 এর section 11 এর সংশোধন
৪৭৷ Income-tax Ordinance, 1984 (XXXVI of 1984), অতঃপর Income-tax Ordinance বলিয়া উল্লিখিত, এর section 11 এর Explanation এর “Chartered Accountants Ordinance, 1961 (X of 1961” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পর “or Bangladesh Chartered Accountants Order, 1973 (P. O. No. 2 of 1973)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী সন্নিবেশিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs