চতুর্থ অধ্যায়
মূল্য সংযোজন কর আইন, 1991 (1991 সনের 22 নং আইন) এর সংশোধন
১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ২৬ এর সংশোধন
৭৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:-
“(১) কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানের স্থলে প্রবেশের অধিকার থাকিবে এবং উক্ত কর্মকর্তা নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে যথাযথ নোটিশ প্রদান করিয়া তাহার মজুদ পণ্য, সেবা এবং উপকরণ পরিদর্শন ও তদ্সংক্রান্ত হিসাব পরীক্ষা করিতে পারিবেন এবং যে কোন সময়ে তাহার পুস্তক, নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদিসহ ব্যবসা সংক্রান্ত সকল কাগজাদি পরীক্ষা-নিরীক্ষা (অডিট) করিতে, উহা দাখিল করিবার নির্দেশ প্রদান করিতে বা আটক করিতে এবং এতদউদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য কার্য করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তা নথিতে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক, প্রতিটি ক্ষেত্রে, সুপারিনটেনডেন্ট পদ মর্যাদার নিম্ন নহেন এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে পূর্ব নোটিশ ব্যতিরেকে কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল, সরবরাহস্থল বা সেবা প্রদানস্থলে প্রবেশ করিয়া মজুদপণ্য, সেবা এবং উপকরণ পরিদর্শন ও হিসাব পরীক্ষা করিবার লিখিত অনুমতি প্রদান করিতে পারিবেন, এবং অনুরূপভাবে অনুমতিপ্রাপ্ত কোন কর্মকর্তা পরিদর্শন সম্পন্ন হইবার আটচল্লিশ ঘণ্টার মধ্যে উক্ত পরিদর্শন সম্পর্কে কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার বরাবরে একটি লিখিত প্রতিবেদন দাখিল করিবেন এবং উহার একটি অনুলিপি উক্ত সময়ের মধ্যে উক্ত নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির নিকট প্রেরণ করিবেন৷”
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs