প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০০১

( ২০০১ সনের ৩০ নং আইন )

পঞ্চম অধ্যায়

অর্থ আইন, 1997 ( 1997 সনের 15 নং আইন) এর সংশোধন

১৯৯৭ সনের ১৫ নং আইনের ধারা ৭ এর সংশোধন
৮২৷ অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (১) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:-
 
 
 
 
“আরও শর্ত থাকে যে, সরকার বিশেষ বিবেচনায় জনস্বার্থে ব্যবহার হইতে পারে এমন কোন পণ্যকে উহার উপর আরোপনীয় সম্পূর্ণ বা আংশিক অবকাঠামো উন্নয়ন সারচার্জ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷”৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs