প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১

( ২০০১ সনের ৩২ নং আইন )

ট্রাস্টী বোর্ড গঠন
৬৷ (১) ট্রাস্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:-
 
 
(ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যান হইবেন;
 
 
(খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যান হইবেন;
 
 
(গ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য;
 
 
(ঘ) বাংলা একাডেমীর মহাপরিচালক;
 
 
(ঙ) শিল্পকলা একাডেমীর মহাপরিচালক;
 
 
(চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা;
 
 
(ছ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা;
 
 
(জ) সরকার কর্তৃক মনোনীত আটজন বিশিষ্ট শিল্পী;
 
 
(ঝ) ব্যবস্থাপনা পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷
 
 
(২) উপ-ধারা ১(চ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন৷
 
 
(৩) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs