প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

( ২০০১ সনের ৩৫ নং আইন )

কৃষি কলেজের বিলুপ্তি, ইত্যাদি
৫৯৷ এই আইন প্রবর্তনের সংগে সংগে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ, অতঃপর বিলুপ্ত কলেজ বলিয়া উল্লিখিত, বিলুপ্তি হইবে; এবং
 
 
(ক) বিলুপ্ত কলেজের সকল প্রকার বিষয় সম্পত্তি, ক্ষমতা, অধিকার ও দায়-দেনা বিশ্ববিদ্যালয়ের বিষয় সম্পত্তি, ক্ষমতা, অধিকার ও দায়-দেনা বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(খ) বিলুপ্ত কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তাঁহাদের পূর্বের চাকুরীর শর্তাবলী পুনঃনির্ধারিত বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত্ম পূর্বের ন্যায় অব্যাহত থাকিবে;
 
 
 
 
(গ) বিলুপ্ত কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁহাদের পূর্বের চাকুরী অব্যাহত রাখা বা বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করিয়া সরকারের শিক্ষা মন্ত্রণালয় বা উক্ত মন্ত্রণালয় কর্তৃক নিযুক্তির কোন কর্তৃপক্ষের নিকট এই আইন প্রবর্তনের ছয় মাসের মধ্যে নোটিশ দিবেন;
 
 
 
 
(ঘ) উক্তরূপ কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী দফা (গ) অনুসারে তাঁহার পূর্বের চাকুরী অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করিলে সরকার যথাশীঘ্র সম্ভব তাঁহাকে অনুরূপ কোন কৃষি কলেজ বা অন্য কোন প্রতিষ্ঠানে সমবেতন স্কেল বিশিষ্ট পদে বদলী বা নিয়োগের ব্যবস্থা করিবে;
 
 
 
 
(ঙ) উক্ত শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীগণ দফা (গ) অনুসারে তাঁহার পূর্বের চাকুরী অব্যাহত রাখার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের চাকুরীতে যোগদান করিতে চাহিলে, তাঁহার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এই আইনের বিধান অনুসারে তত্কর্তৃক নির্ধারিত শর্তে তাঁহাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বা অন্য কোন যথাযথ পদে নিয়োগ করিতে পারিবে এবং নতুন নিয়োগের পূর্ব পর্যন্ত তাঁহার বেতন-ভাতা ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকিবে;
 
 
 
 
(চ) বিলুপ্ত কলেজে এই আইন প্রবর্তনের পূর্ব হইতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীগণ এই আইন/আইনের অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলিয়া গণ্য হইবেন এবং তাঁহাদের ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের রেজিষ্ট্রেশন নম্বর এবং আনুষংগিক নিয়মাবলী আর প্রযোজ্য হইবে না, তবে তিনি ইচ্ছা করিলে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর বহাল রাখিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের এখতিয়ারভুক্ত অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি সুযোগ পাইবেন; এবং
 
 
 
 
(ছ) কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সহিত বিলুপ্ত কলেজের অধিভুক্তি বাতিল হইবে এবং এই আইনের অধীনে বিলুপ্ত কলেজের বিষয় সম্পত্তি, শিক্ষক, কর্মচারী বা ছাত্র সম্পর্কে এই আইন অনুযায়ী গৃহীত ব্যবস্থার ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কোন এখতিয়ার থাকিবে না৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs