প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৷ (১) এই আইন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ নামে অভিহিত হইবে৷
(২) সরকার, সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে৷
* এস, আর, ও নং ৩৫-আইন/২০০২, তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০০২ ইং দ্বারা ১৪ ফাল্গুন ১৪০৮ বঙ্গাব্দ মোতাবেক ২৬ ফেব্রুয়ারি, ২০০২ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।