সমবায় সমিতি আইন, ২০০১

( ২০০১ সনের ৪৭ নং আইন )

১৪৷ প্রত্যেক সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা

১৫৷ সমবায় সমিতির শেয়ার মূলধন ও শেয়ার সম্পর্কে সদস্যগণের দায়-দায়িত্ব

১৬৷ সমবায় সমিতির চূড়ান্ত কর্তৃপক্ষ

১৭৷ বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা

১৮৷ ব্যবস্থাপনা কমিটি

১৯৷ ব্যবস্থাপনা কমিটির সদস্য হওয়ার যোগ্যতা

২০৷ শূন্য পদ পূরণ

২১। সমবায় সমিতির কার্যাবলী পরিচালনার জন্য সরকারি কর্মকর্তা এবং কর্মচারী প্রেষণে নিয়োগ

২২৷ ব্যবস্থাপনা কমিটি ভংগকরণ, দোষী সদস্যের বহিষ্কার ইত্যাদি

২৩৷ সমবায় সমিতির ঠিকানা

২৩ক। সমবায় সমিতির শাখা অফিস খোলা এবং উহার নামের সহিত ব্যাংক শব্দ ব্যবহারের উপর বাধা নিষেধ

২৩খ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত সমবায় সমিতি কর্তৃক ব্যাংকিং ব্যবসা পরিচালনার উপর বাধা নিষেধ

২৪৷ সমবায় সমিতি কর্তৃক সংরক্ষণযোগ্য রেজিষ্টারসমূহ

২৫৷ বার্ষিক উদ্বৃত্ত পত্র প্রকাশনা

২৬৷ আমানত ও ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ

২৬ক৷ সরকার কর্তৃক আর্থিক সহায়তা প্রদান, ইত্যাদি

২৬খ। আমানত সুরক্ষা তহবিল

২৭৷ ঋনপত্র ইস্যুর ক্ষেত্রে নিবন্ধকের ক্ষমতা

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs