প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সমবায় সমিতি আইন, ২০০১

( ২০০১ সনের ৪৭ নং আইন )

চতুর্থ অধ্যায়

সমবায় সমিতির আইনগত মযার্দা, ব্যবস্থাপনা ইত্যাদি

সমবায় সমিতি কর্তৃক সংরক্ষণযোগ্য রেজিষ্টারসমূহ
২৪৷ প্রত্যেক সমবায় সমিতি নিম্নবর্ণিত রেজিষ্টার ও বহিসমূহ হালনাগাদপূর্বক সংরক্ষণ করিবে:-
 
 
 
 
(ক) সদস্য রেজিষ্টার;
 
 
 
 
(খ) শেয়ার রেজিষ্টার;
 
 
 
 
(গ) ডিপোজিট রেজিষ্টার, যদি প্রযোজ্য হয়;
 
 
 
 
(ঘ) লোন রেজিষ্টার, যদি প্রযোজ্য হয়;
 
 
 
 
(ঙ) ব্যবস্থাপনা কমিটির সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত রেজিষ্টার;
 
 
 
 
(চ) ক্যাশ বহি/রেজিষ্টার;
 
 
 
 
(ছ) বিধি দ্বারা নির্ধারিত বা নিবন্ধক কর্তৃক নির্দেশিত অন্যান্য বহি ও রেজিষ্টার৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs