মুনাফার বিনিয়োগ ও বণ্টন
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                ৩৪৷ (১) প্রত্যেক সমবায় সমিতি প্রতি সমবায় বর্ষে উহার  [নীট] মুনাফা [***] হইতে নিম্নবর্ণিত পরিমাণের অর্থ সংরক্ষণ ও নিষ্পত্তি করিবে:-	
 
 
(ক) 	সংরক্ষিত তহবিল, ন্যুনতম ১৫%;	
 
 
(খ) 	অর্থায়নকারী সমবায় সমিতি বা [সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক] ক্ষেত্রে, তত্কর্তৃক প্রদত্ত ঋণ বা কুঋণ বা সন্দিগ্ধ ঋণ সংক্রান্ত দায়-দায়িত্ব মিটানো বা ব্যয় নির্বাহের জন্য কুঋণ বা সন্দিগ্ধ ঋণ তহবিল বাবদ ১০%;	
 
 
	  [(গ) 	সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা ৩%:	
 
 
	তবে এই ৩% এর মধ্যে [২%] সমবায় সংক্রান্ত প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের জন্য সমবায় প্রশিক্ষণ একাডেমীসমূহের জন্য নির্দিষ্ট থাকিবে;] 	
 
 
	(ঘ)	উপ-আইনে উল্লেখিত অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক ১০%;	
 
 
	(ঙ)	অবশিষ্ট মুনাফা [***] লভ্যাংশ আকারে সদস্যদের মাঝে বণ্টন৷	
 
 
		(২) সংরক্ষিত তহবিলের সর্বাধিক ৫০% সমিতির ব্যবসায়িক কার্যক্রমে বিনিয়োগ করা যাইবে৷	
 
 
		(৩) সংরক্ষিত তহবিল এবং কুঋণ বা সন্দিগ্ধ ঋণ তহবিল নিম্নবর্ণিতভাবে বিনিয়োগ বা জমা রাখিতে হইবে:-	
 
 
	(ক) 	সরকার কর্তৃক ইস্যুকৃত সঞ্চয় পত্র বা অনুরূপ কোন সিকিউরিটিতে;	
 
 
	(খ) 	যে কোন তফসিলী ব্যাংকে [বা নির্ধারিত অন্য কোন ব্যাংকে] আমানত হিসাবে৷	
 
 
	 
 
	(৪) উপ-ধারা (১)(ঙ) তে উল্লেখিত মুনাফা বণ্টনের পূর্বে উক্ত মুনাফার ৫০% পূর্বের ক্ষতি (যদি থাকে) বাবদ সমন্বয় করিতে হইবে৷