কর্তৃপক্ষের গঠন
৫৷ নিম্্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা:-
(ক) চেয়ারম্যান;
(খ) উপ-ধারা ৬(১) অনুসারে নিযুক্ত মহিলাসহ ৩ (তিন) জন সদস্য; এবং
(গ) মহাপরিচালক, পদাধিকারবলে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs