চতুর্থ অধ্যায়
                            
                            
                        
                    
                    
                        
                            
                            লাইসেন্স, ইত্যাদি
                            
                            
                        
                    
                 
            
            
                
                
            
            
                
                    
                    
                    
                    
                    
                        
                        
                        
                        
                        
                         	লাইসেন্সিং কর্তৃপক্ষ
                        
                        
                    
                    
                    
                
            
            
                
                	১৬৷ (১) এসিডের আমদানী ও উত্পাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবে৷
 
 
 
 
	(২) এসিডের পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনার লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবেন৷
 
 
 
 
	(৩) লাইসেন্স প্রদান ও তত্ত্বাবধান সংক্রান্ত বিষয়ে লাইসেন্সিং কর্তৃপক্ষের যাবতীয় কার্যক্রম, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রিত ও পরিচালিত হইবে৷
                
                
                
                
                
                
            
 
        
        
            
        
        
        
        
    
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs