প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

( ২০০২ সনের ১ নং আইন )

পঞ্চম অধ্যায়

তদন্ত, তল্লাসী, আটক, বাজেয়াপ্তকরণ, ইত্যাদি

বাজেয়াপ্তযোগ্য এসিড, ইত্যাদি
৩২৷ (১) এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে যেই এসিড, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, বা অন্য কোন বস্তু সম্পর্কে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি বাজেয়াপ্তযোগ্য হইবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন বাজেয়াপ্তযোগ্য এসিডের সহিত যদি কোন বৈধ এসিড অপরাধ সংঘটনের সময় পাওয়া যায় তাহা হইলে উক্ত বৈধ এসিডও বাজেয়াপ্তযোগ্য হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs