প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জননিরাপত্তা (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০০২

( ২০০২ সনের ৬ নং আইন )

হেফাজত
৩৷ উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও-
 
 
 
 
(ক) সরকার কর্তৃক মামলা প্রত্যাহৃত না হইলে সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত, অধিকতর তদন্ত, মামলার বিচার, আপীল এবং অন্যান্য কার্যধারা অব্যাহত থাকিবে;
 
 
 
 
(খ) উক্ত আইনের অধীন স্থাপিত সকল ট্রাইব্যুনাল, সরকার কর্তৃক সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ্ত না করা পর্যন্ত, বহাল থাকিবে৷
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs