সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “অবৈধ পন্থা” অর্থ কোন আইন, বিধি বা প্রবিধান দ্বারা স্বীকৃত নহে এমন কোন পন্থা;
(খ) “অপরাধ” অর্থ এই আইনের অধীন কোন অপরাধ;
(গ) “আদালত” অর্থ মানিলন্ডারিং আদালত;
(ঘ) “আর্থিক প্রতিষ্ঠান” অর্থ
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭নং আইন) এর ধারা ২(খ)- েত সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান;
[* * *]
(চ) “দায়রা আদালত” অর্থ ফৌজদারী কার্যবিধির section 6-এ উল্লিখিত Courts of Session;
(ছ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
(জ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ
Code of Criminal Procedure, 1898 (Act V of 1898);
(ঝ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(ঞ) “বাংলাদেশ ব্যাংক” অর্থ The
Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধীন স্থাপিত Bangladesh Bank.
(ট) “ব্যাংক” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪নং আইন) এর ধারা ৫(ণ)- েত সংজ্ঞায়িত ব্যাংক কোম্পানী;
(ঠ) “মানিলন্ডারিং” অর্থ-
(অ) অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদ;
(আ) বৈধ বা অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহরিত বা অর্জিত সম্পদের অবৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর, অবস্থানের গোপনকরণ বা উক্ত কাজে সহায়তা করা;
(ড) “সম্পদ” অর্থ যে কোন প্রকৃতির ও বর্ণনার স্থাবর বা অস্থাবর সম্পদ;
(ঢ) “সুপ্রীম কোর্ট” অর্থ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদ দ্বারা গঠিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট;
(ণ) “হাইকোর্ট বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ৷