প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মানিলণ্ডারিং প্রতিরোধ আইন, ২০০২

( ২০০২ সনের ৭ নং আইন )

চতুর্থ অধ্যায়

অপরাধ ও দন্ড

তদন্তে বাধা দেওয়ার শাস্তি
১৭৷ (১) এই আইনের অধীন কোন তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সহযোগিতা প্রদানে, কোন যুক্তিসংগত কারণ ব্যতিরেকে, কোন ব্যক্তি অস্বীকৃতি জ্ঞাপন করিবেন না৷
 
 
 
 
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে তিনি 1[অনূর্ধ্ব] এক বত্সর কারাদণ্ড বা 2[অনূর্ধ্ব] দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
 
 

  • 1
    "অনূধর্্ব" শব্দটি "অনূ্যন" শব্দটির পরিবর্তে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    "অনূধর্্ব" শব্দটি "অনূ্যন" শব্দটির পরিবর্তে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০০৩ (২০০৩ সনের ৩ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs