জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২

( ২০০২ সনের ৮ নং আইন )

এই আইন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (২০২২ সনের ১৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণকল্পে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠন এবং তত্সম্পর্কিত আনুষংগিক বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ কাউন্সিল প্রতিষ্ঠা

৪৷ প্রধান কার্যালয়

৫৷ উপদেষ্টা পরিষদ

৬৷ কাউন্সিলের গঠন

৭৷ কাউন্সিলের কার্যাবলী

৮৷ কাউন্সিলের সভা

৯৷ কাউন্সিলের নির্বাহী ক্ষমতা

১০৷ কমিটি

১১৷ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট সংগঠনের নিবন্ধীকরণ, ইত্যাদি

১২৷ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট বিদ্যমান সংগঠনের নিবন্ধন সংক্রান্ত বিধান

১৩৷ পরিদর্শন, ইত্যাদি ক্ষমতা

১৪৷ আপীল

১৫৷ মহাপরিচালক

১৬৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৭৷ কর্মচারী নিয়োগ সম্পর্কিত অস্থায়ী বিধান

১৮৷ কাউন্সিলের তহবিল

১৯৷ বাজেট

২০৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২১৷ ঋণ গ্রহণ

২২৷ চুক্তি

২৩৷ কোম্পানী গঠন

২৪৷ প্রতিবেদন

২৫৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২৬৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা