নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২

( ২০০২ সনের ১২ নং আইন )

নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং রোগীর দেহে পরিসঞ্চালন ব্যবস্থা নিয়ন্ত্রণকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং রোগীর দেহে পরিসঞ্চালন ব্যবস্থা নিয়ন্ত্রণকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ সংজ্ঞা

৩৷ আইনের প্রাধান্য

৪৷ জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন কাউন্সিল

৫৷ কাউন্সিলের দায়িত্ব ও কর্তব্য

৬৷ কাউন্সিলের সভা

৭৷ বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনা

৮৷ বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার শর্তাবলী

৯৷ বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার লাইসেন্স

১০৷ লাইসেন্সিং কর্তৃপক্ষ

১১৷ বাছাই কমিটি

১২৷ লাইসেন্সের মেয়াদ ও নবায়ন

১৩৷ লাইসেন্স ফিস্‌, ইত্যাদি

১৪৷ রক্ত পরিসঞ্চালন সেবা ফিস্‌

১৫৷ পরিদর্শন কমিটি

১৬৷ পরিদর্শন, প্রবেশ ইত্যাদির ক্ষমতা

১৭৷ আপীল

১৮৷ লাইসেন্স ব্যতীত বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন ও পরিচালনার দণ্ড

১৯৷ ভুল ব্যবস্থাপত্র প্রদানের দণ্ড

২০৷ অননুমোদিত পদ্ধতিতে রক্ত পরিসঞ্চালনের দণ্ড

২১৷ বিনষ্টযোগ্য উপকরণ বিনষ্ট না করার দণ্ড

২২৷ বিনষ্টযোগ্য উপকরণ পুনরায় ব্যবহার করার দণ্ড

২৩৷ অনিরীক্ষিত রক্ত পরিসঞ্চালনের দণ্ড

২৪৷ অননুমোদিত উপায়ে রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী সংগ্রহ, উত্পাদন ও বিতরণের দণ্ড

২৫৷ অননুমোদিত ব্যক্তি কর্তৃক রক্ত পরিসঞ্চালনের দণ্ড

২৬৷ রক্তদাতার ভুঁয়া পরিচয় পত্র ব্যবহারের দণ্ড

২৭৷ অতিরিক্ত সেবা ফিস্‌ আদায়ের দণ্ড

২৮৷ রক্ত পরিসঞ্চালন তহবিল

২৯৷ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটি

৩০৷ ভ্রাম্যমান রক্ত সংগ্রহ ক্যাম্প

৩১৷ কোম্পানী ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন

৩২৷ অপরাধের আমলযোগ্যতা

৩৩৷ অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা

৩৪৷ বিধি প্রণয়নের ক্ষমতা

৩৫৷ ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ