প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্‌টিটিউট আইন, ২০০২

( ২০০২ সনের ১৬ নং আইন )

সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
 
 
(ক) “ইনস্‌টিটিউট” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্‌টিটিউট;
 
 
 
 
(খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;
 
 
 
 
(গ) “নির্বাহী পরিচালক” অর্থ ইনস্‌টিটিউটের নির্বাহী পরিচালক এবং ধারা ১১ এর অধীন নির্বাহী পরিচালকরূপে দায়িত্ব পালনরত ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবেন;
 
 
 
 
(ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
 
 
 
 
(ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
 
 
 
 
(চ) “বোর্ড অব গভর্ণরস” বা “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ইনস্‌টিটিউটের বোর্ড অব গভর্ণরস;
 
 
 
 
(ছ) “মাতৃ” বা “মা” অর্থ শিশু নহে এমন যে কোন বয়সের নারী;
 
 
 
 
(জ) “মেডিক্যাল অফিসার” অর্থ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিত্সা শাস্ত্রে এম, বি, বি, এস ডিগ্রীধারী;
 
 
 
 
(ঝ) “শিশু” অর্থ অনধিক আঠার (১৮) বত্সর বয়সের কোন ব্যক্তি;
 
 
 
 
(ঞ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য;
 
 
 
 
(ট) “স্বীকৃত বিশ্ববিদ্যালয়” অর্থ আপাততঃ বলবত্ কোন আইনের দ্বারা বা অধীন প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক স্বীকৃত অন্য কোন বিশ্ববিদ্যালয়ও ইহার অন্তর্ভুক্ত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs