রেক্টর
৮৷ (১) পুলিশ ষ্টাফ কলেজের একজন রেক্টর থাকিবেন৷
(২) সরকার কর্তৃক পুলিশ কর্ম বিভাগের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক বা তদুর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা বা অসাধারণ মানের যোগ্যতাসম্পন্ন সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তাগণের মধ্য হইতে রেক্টর নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷
(৩) রেক্টর এর পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রেক্টর তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত রেক্টর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা রেক্টর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ভাইস-রেক্টর, রেক্টর হিসাবে দায়িত্ব পালন করিবেন৷
(৪) রেক্টর পুলিশ ষ্টাফ কলেজের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি-
(ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন;
(খ) পুলিশ ষ্টাফ কলেজের প্রশাসন পরিচালনা করিবেন;
(গ) বোর্ডের নির্দেশ এবং বোর্ড প্রদত্ত ক্ষমতা মোতাবেক পুলিশ ষ্টাফ কলেজের অন্যান্য কার্য সম্পাদন করিবেন৷
(৫) এই ধারার অধীন সরকার কর্তৃক রেক্টর নিযুক্ত না হওয়া পর্যন্ত এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান পুলিশ ষ্টাফ কলেজের কমাণ্ড্যান্ট রেক্টর হিসাবে দায়িত্ব পালন করিবেন৷