দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২

( ২০০২ সনের ২৮ নং আইন )

কতিপয় অপরাধের ত্বরিত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপনকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু কতিপয় অপরাধের ত্বরিত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

২৷ আইনের প্রাধান্য

৩৷ সংজ্ঞা

৪৷ দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থাপন

৫৷ এখতিয়ার

৬৷ মামলা স্থানান্তর

৭৷ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মর্যাদা ও দণ্ডারোপের ক্ষমতা

৮৷ বিচার কার্যক্রম

৯৷ বিচারের বিশেষ পদ্ধতি

১০৷ মামলা নিষ্পত্তির মেয়াদ

১১৷ বিচারকের বদলীর ক্ষেত্রে পদ্ধতি

১২৷ বিচারকার্য মুলতবী

১৩৷ বিচারাধীন অপরাধের সহিত জড়িত অন্য অপরাধের বিচার

১৪৷ আপীল

১৫৷ দ্রুত বিচার ট্রাইব্যুনাল, ইত্যাদির জবাবদিহিতা

১৬৷ ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য

১৭৷ ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

১৮৷ পাবলিক প্রসিকিউটর

১৯৷ মামলার বিবরণী

২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২১৷ রহিতকরণ ও হেফাজত