গ্রাম সরকার আইন, ২০০৩

( ২০০৩ সনের ৬ নং আইন )

এই আইনটি গ্রাম সরকার (রহিতকরন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৮ নং অাইন) দ্বারা রহিত করা হইয়াছে ।

গ্রাম সরকার আইন প্রণয়নকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা ও তাঁহাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের সহায়ক সংগঠন হিসাবে প্রতিনিধিত্বমূলক গ্রাম সরকার গঠন করিয়া গ্রামীণ জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা

২৷ সংজ্ঞা

৩৷ গ্রাম সরকার প্রতিষ্ঠা

৪৷ গ্রাম সরকার গঠন

৫৷ গ্রাম সরকার গঠনের সময়

৬৷ গ্রাম সরকারের মেয়াদ

৭৷ সদস্যপদে শূন্যতার কারণে গ্রাম সরকার গঠন বা কার্যধারা অবৈধ না হওয়া

৮৷ শপথ গ্রহণ

৯৷ সদস্যের অযোগ্যতা

১০৷ সদস্যের পদত্যাগ

১১৷ সদস্যের অপসারণ

১২৷ পদ শূন্য হওয়া

১৩৷ সদস্যের শূন্য পদ পূরণ

১৪৷ প্যানেল ও অস্থায়ী গ্রাম সরকার প্রধান

১৫৷ গ্রাম সরকারের কার্যালয়

১৬৷ গ্রাম সরকারের কার্যাবলী

১৭৷ গ্রাম সরকারের সভা

১৮৷ সাধারণ সভা

১৯৷ কমিটি গঠন

২০৷ ব্যয়ভার

২১৷ তহবিল

২২৷ পরিদর্শন

২৩৷ গ্রাম সরকারের কার্যাবলী সম্পর্কে তদন্ত

২৪৷ গ্রাম সরকার বাতিলকরণ

২৫৷ বিধি প্রণয়ন

২৬৷ অসুবিধা দূরীকরণ

২৭৷ রহিতকরণ

তফসিল

SCHEDULE