Toggle navigation
Home
Laws of Bangladesh
Chronological Index
Alphabetical Index
Law Search
Related Links
Contact Us/Feedback
Old Website
Help
How to Search
How to Print
Glossary
Roman Number
Contact Us/Feedback
বাংলা
|
English
প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
গ্রাম সরকার আইন, ২০০৩
( ২০০৩ সনের ৬ নং আইন )
[ ২৭ ফেব্রুয়ারি, ২০০৩ ]
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) “অস্থায়ী গ্রাম সরকার প্রধান” অর্থ ধারা ১৪(৩) এ উল্লিখিত অস্থায়ী গ্রাম সরকার প্রধান;
(খ) “ইউনিয়ন” অর্থ
Local Government (Union Parishads) Ordinance, 1983
(Ordinance No. LI of 1983) এর section 3 এর অধীন ঘোষিত কোন ইউনিয়ন;
(গ) “উপদেষ্টা” অর্থ গ্রাম সরকারের উপদেষ্টা;
(ঘ) “ওয়ার্ড” অর্থ
Local Government (Union Parishads) Ordinance, 1983
(Ordinance No. LI of 1983) এর section 18 এর sub-section (1) এ উল্লিখিত ওয়ার্ডসমূহের একটি;
(ঙ) “গ্রাম” অর্থ প্রত্যেক ওয়ার্ডের এলাকাভুক্ত মৌজা বা মৌজাসমূহের সমষ্টি;
(চ) “গ্রাম সরকার” অর্থ ধারা ৪ এর অধীন গঠিত গ্রাম সরকার;
(ছ) “গ্রাম সরকার প্রধান” অর্থ গ্রাম সরকারের গ্রাম সরকার প্রধান এবং অস্থায়ী গ্রাম সরকার প্রধানরূপে দায়িত্ব পালনকারী কোন ব্যক্তি;
(জ) “সদস্য” অর্থ গ্রাম সরকারের সদস্য;
(ঝ) “সংরক্ষিত আসন” অর্থ
Local Government (Union Parishads) Ordinance, 1983
(Ordinance No. LI of 1983) এর section 5 এর sub-section (3) তে উল্লিখিত সংরক্ষিত আসন;
(ঞ) “পরিচালনাকারী কর্তৃপক্ষ” অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সার্কেল অফিসার বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি৷
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs