প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রাম সরকার আইন, ২০০৩

( ২০০৩ সনের ৬ নং আইন )

তহবিল
২১৷ প্রত্যেক গ্রাম সরকারের গ্রাম সরকার তহবিল নামে একটি তহবিল থাকিবে এবং তাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-
 
 
 
 
(ক) ইউনিয়ন পরিষদ হইতে প্রাপ্ত অর্থ; এবং
 
 
 
 
(খ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs