বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩
(
২০০৩ সনের ১৩ নং
আইন
)
কমিশন কর্তৃক লাইসেন্স প্রদান
২৮৷ কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কোন ব্যক্তিকে নিম্নোক্ত বিষয়ে লাইসেন্স প্রদান করাযাইবে, যথা:-
(ক) বিদ্যুত্ উত্পাদন;
(খ) এনার্জি সঞ্চালন;
(গ) এনার্জি বিপণন ও বিতরণ;
(ঘ) এনার্জি সরবরাহ; এবং
(ঙ) এনার্জি মজুতকরণ৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs