ইনস্টিটিউটের তহবিল
১৫৷ (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে-
(ক) সরকারী অনুদান;
(খ) স্থানীয় কর্তৃপক্ষের অনুদান;
(গ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ;
(ঘ) সরকারের অনুমোদনক্রমে, কোন বিদেশী সরকার বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য বা মঞ্জুরী;
(ঙ) ইনস্টিটিউট কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ, জমা হইবে৷
(২) ইনস্টিটিউটের তহবিল বোর্ডের অনুমোদনক্রমে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে৷
(৩) ইনস্টিটিউট উহার দায়িত্ব পালনের প্রয়োজনে উহার তহবিল ব্যবহার করিতে পারিবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs