বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
৮৷ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:-
(ক) চ্যান্সেলর;
(খ) ভাইস-চ্যান্সেলর;
(গ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
(ঘ) অনুষদের ডীন;
(ঙ) ইনস্টিটিউটের পরিচালক;
(চ) রেজিস্ট্রার;
(ছ) বিভাগীয় প্রধান;
(জ) গ্রন্থাগারিক;
(ঝ) প্রভোস্ট;
(ঞ) পরিচালক (ছাত্র কল্যাণ);
(ট) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);
(ঠ) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ);
(ড) কম্পট্রোলার;
(ঢ) পরীক্ষা নিয়ন্ত্রক;
(ণ) প্রধান প্রকৌশলী;
(ত) প্রধান চিকিত্সা কর্মকর্তা; এবং
(থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs