প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩

( ২০০৩ সনের ৩৫ নং আইন )

এখতিয়ার ও ক্ষমতা
৫৷ (১) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, বিশেষ জেলা জজ আদালত the Civil Courts Act, 1887 (E. B. Act XII of 1887) এর অধীন প্রতিষ্ঠিত জেলা জজ আদালতের অনুরূপ জেলা জজ আদালতের সকল এখ্‌তিয়ার ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
 
 
 
 
(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, বিশেষ দায়রা আদালত the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এর অধীন প্রতিষ্ঠিত দায়রা আদালতের অনুরূপ দায়রা আদালতের সকল এখ্‌তিয়ার ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷
 
 
 
 
(৩) ধারা ৪ এর অধীন ঘোষিত আদালতের মামলা নিষ্পত্তির এখ্‌তিয়ার কেবলমাত্র ধারা ৮ এর অধীন স্থানান্তরিত মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারার ক্ষেত্রে সীমিত থাকিবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs