প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট আইন, ২০০৪

( ২০০৪ সনের ৬ নং আইন )

সদস্যদের মেয়াদ
৯৷ (১) ধারা ৭ এর দফা (ছ), (জ) এবং (ঝ) এর অধীন মনোনীত সদস্যগণের মেয়াদ হইবে তাহাদের নিয়োগের তারিখ হইতে ৩ বত্সর৷
 
 
 
 
(২) ধারা ৭ এর দফা (ছ), (জ) এবং (ঝ) এর অধীন মনোনীত কোন সদস্যের পদ শূন্য হইলে অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে অন্য কোন ব্যক্তিকে সদস্য হিসাবে নিয়োগ করা যাইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs