বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪

( ২০০৪ সনের ১২ নং আইন )

পৌর এলাকায় কতিপয় মামলার সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিরোধ মীমাংসা বোর্ড প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷
 
 
 
যেহেতু পৌর এলাকায় কতিপয় মামলার সহজ ও দ্রুত নিষ্পত্তিকল্পে বিরোধ মীমাংসা বোর্ড প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 
 

সূচি

ধারাসমূহ

১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রয়োগ

২৷ সংজ্ঞা

৩৷ বিরোধ মীমাংসা বোর্ড

৪৷ বোর্ড কর্তৃক বিচারযোগ্য মামলাসমূহ

৫৷ কতিপয় মামলা হস্তান্তর

৬৷ বোর্ডের এখ্‌তিয়ার

৭৷ বোর্ডের গঠন ইত্যাদি

৮৷ বোর্ডে মামলা দায়ের পদ্ধতি

৯৷ বোর্ড কর্তৃক প্রদেয় প্রতিকার

১০৷ বোর্ডের সিদ্ধান্ত

১১৷ বোর্ডের সিদ্ধান্তের চূড়ান্ততা ও আপীল

১২৷ বোর্ডের সিদ্ধান্ত কার্যকরকরণ

১৩৷ বোর্ড কর্তৃক সমন জারীর ক্ষমতা, ইত্যাদি

১৪৷ বোর্ডের অবমাননা

১৫৷ জরিমানা আদায়

১৬৷ আইনজীবী নিয়োগ নিষিদ্ধ

১৭৷ সরকারী কর্মচারী বা পর্দানশীল মহিলার পক্ষে প্রতিনিধিত্ব

১৮৷ পুলিশ কর্তৃক তদন্ত

১৯৷ অব্যাহতি প্রদানের ক্ষমতা

২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা

২১৷ রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE