১৯৯১ সনের ২২নং আইনের ধারা ২০ এর সংশোধন
৫০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ২০ প্রতিস্থাপিত হইবে, যথা:-
“২০৷ মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের নিয়োগ৷-বোর্ড, এই আইন ও বিধি কার্যকর করিবার উদ্দেশ্যে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত যে কোন এলাকার জন্য যে কোন ব্যক্তিকে-
(ক) কমিশনার, মূল্য সংযোজন কর;
(খ) কমিশনার (আপীল), মূল্য সংযোজন কর;
(গ) কমিশনার, বৃহত্ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর;
(ঘ) মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর;
(ঙ) মহাপরিচালক, শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, মূল্য সংযোজন কর;
(চ) অতিরিক্ত কমিশনার বা অতিরিক্ত মহাপরিচালক, মূল্য সংযোজন কর;
(ছ) যুগ্ম-কমিশনার বা পরিচালক, মূল্য সংযোজন কর;
(জ) উপ-কমিশনার বা উপ-পরিচালক, মূল্য সংযোজন কর;
(ঝ) সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, মূল্য সংযোজন কর;
(ঞ) সুপারিন্টেনডেন্ট, মূল্য সংযোজন কর;
(ট) ইন্সপেক্টর, মূল্য সংযোজন কর; বা
(ঠ) অন্য যে কোন পদবীর মূল্য সংযোজন কর কর্মকর্তা,
নিয়োগ করিতে পারিবে৷”