প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

( ২০০৪ সনের ২৯ নং আইন )

অধ্যায়-২

নিবন্ধক ও নিবন্ধন

নিবন্ধকের দায়িত্ব
৬৷ নিবন্ধকের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা:-
 
 
 
 
(ক) সকল ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা;
 
 
 
 
(খ) নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, এবং ফরম, রেজিস্টার ও সনদ ছাপানো অথবা সংগ্রহ;
 
 
 
 
1[(গ) নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী, নথিপত্র এবং নিবন্ধন বহি সংরক্ষণ করা;]
 
 
 
 
(ঘ) জন্ম ও মৃত্যু সনদ সরবরাহ করা; এবং
 
 
 
 
(ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন দায়িত্ব৷

  • 1
    দফা (গ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs