প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

( ২০০৪ সনের ২৯ নং আইন )

অধ্যায়-২

নিবন্ধক ও নিবন্ধন

রেজিষ্ট্রার জেনারেল নিয়োগ, ইত্যাদি
1[৭ক। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন রেজিস্ট্রার জেনারেল এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।
 
 
(২) রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।]

  • 1
    ধারা ৭ক জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ৫ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs