জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪
(
২০০৪ সনের ৩০ নং
আইন
)
[ ৮ ডিসেম্বর, ২০০৪ ]
President’s Order No. 155 of 1972 এর কতিপয় বিধানের প্রয়োগ
২৯৷ The Representation of the People Order, 1972 (P. O. No. 155 of 1972) এবং এর অধীনে প্রণীত অন্যান্য বিধিমালার বিধানাবলী, এই আইনের সহিত অসমঞ্জস না হইলে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে৷